অস্তিত্ব রক্ষায় বৃক্ষরোপণ

তিয়াসা ইদরাক ধরুন, আপনি একজন মুসাফির, হেঁটে যাচ্ছেন এক বিস্তীর্ণ মরুভূমির মধ্যে দিয়ে। মাথার উপর গনগনে সূর্য, পায়ের নিচে মরুভূমির খরতাপ। আপনি তৃষ্ণার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। এ অবস্থায় মরুর বুকে কি দেখলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন? নিশ্চয় মরূদ্যান। যেখানে আপনি পাবেন আপনার তৃষ্ণা মেটানোর পানি এবং রোদ থেকে আশ্রয় পাবার জন্য বৃক্ষ। বৃক্ষ। মানবজাতির সর্বপ্রথম মিত্র। … Continue reading অস্তিত্ব রক্ষায় বৃক্ষরোপণ